এ রকম গর্বিত আমি কখনো হইনি, যুবারা চ্যাম্পিয়ন হওয়ার পর মুশফিক
যুব বিশ্বকাপের ফাইনালে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বাংলাদেশকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দিয়েছেন অধিনায়ক আকবর আলী। তার হার না মানা ৪৩ রানের ইনিংসের সুবাদে ভারতকে তিন উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তোলে লাল সবুজের দল।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় যুবাদের অভিনন্দ জানিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘নিঃসন্দেহে আমি বলতে পারি বাংলাদেশের ক্রিকেটার হওয়া আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। যুবরা আমাকে গর্বিত করেছে, এরকম গর্বিত কখনো হইনি। অভিনন্দন সুপারস্টার্স’
টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৭৮ রানের টার্গেট দেয় তারা। বাংলাদেশ খেলেতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পরে আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে তিন উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।