রিয়ালের বড় জয়ের দিন ঘাম ঝরল বার্সার

0

স্প্যানিশ লা লিগায় নিজেদের ২৩তম ম্যাচে ওসাসুনাকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রামোসদের এমন সহজ জয়ের দিন বার্সা রিয়াল বেটিসের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে।

মেসি এদিন নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে তিনটি করিয়েছেন। তার এমন অবদানে দুই দফা পিছিয়ে পড়েও হারেনি বার্সেলোনা। এদিন ম্যাচের শেষ দিকে দুই দলই ১০ জনের টিমে পরিণত হয়।

এ জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে এনেছে মেসির দল। রিয়ালের সংগ্রহ ৫২, মেসিরা ৪৯।

বার্সার হয়ে গোল করেছেন ফ্রেঙ্কি দে জং, সার্জিও বুসকেটস এবং ক্লিমেন লেংলেট।

রিয়ালের হয়ে গোল করেন ইসকো, রামোস, ভাজকুয়েজ এবং জোভিক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com