দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা ঢাবি শিক্ষকদের

0

শিক্ষকদের পাশাপাশি সোমবার (১ জুলাই) থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

রোববার (৩০ জুন) পূর্ণ দিবস কর্মবিরতি পালন শেষে বিকেল ৫টায় এ ঘোষণা দেন পরিষদের নেতারা।

ঐক্য পরিষদের নেতারা বলেন, আজ ৩০ জুন সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বানে অপরাজেয় বাংলার পাদদেশে কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আগামীকাল, ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।

নেতারা আরও বলেন, কর্মবিরতি চলাকালীন প্রতিদিন সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হবে। কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রতিদিন সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হওয়ার জন্য সব কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষভাবে অনুরোধ করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com