শেখ হাসিনা পুরো দেশই ভারতের কাছে ইজারা দিয়েছে: রিজভী
বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সমাবেশের বার্তা শেখ হাসিনা শোনেন না শুনতে চান না। কারণ জনগণের ইচ্ছার প্রতিফলনে তাদের কিছু আসে যায় না।
তিনি বলেন, শেখ হাসিনার কর্মকান্ডের বিরুদ্ধে জনগণ ফুসে উঠেছে। আর আপনি পুরো দেশটাকেই ভারতে কাছে ইজারা দিয়েছেন। কারণ ভারত আপনাকে ক্ষমতায় বসিয়েছে।
শনিবার (২৯ জুন) বিকালে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরকার প্রধান কে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার কাছ থেকে র্যাব-পুলিশ সরে গেলে আর ক্ষমতায় থাকতে পারবেন না।
তিনি বলেন, বাংলাদেশের জনগণকে আপনি শত্রু মনে করেন। আপনি জনগণকে অবরুদ্ধ করে নির্বাচন করেছেন আর তার বৈধতা দিয়েছে দিল্লি।
রিজভী বলেন, সীমান্ত হত্যা, দেশের বুকের উপর রেললাইন চলার বিরুদ্ধে কথা বলবে একমাত্র খালেদা জিয়া। আর সে কারণে তাকে বন্দি করে রাখা হয়েছে।