দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বতন্ত্র প্রহরী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে: শিমুল বিশ্বাস
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বিশ্বের গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শনিবার (২৯ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বতন্ত্র প্রহরী খালেদা জিয়াকে দেশের স্বার্থে অবিলম্বে মুক্তি দিতে হবে। তা না হলে গণজাগরণের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে আমরা এ দাবি পূরণ করব।
সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।