আমরা বেঁচে থাকতে বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় রেল চলতে দেব না: নুর

0

বর্তমান সরকারের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়। আমরা বেঁচে থাকতে বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় রেল চলতে দেব না। ভারতের রেললাইন এ দেশের জনগণ মেনে নেবে না।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সঙ্গে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী সব অসম চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার ভারতের সমর্থন নিয়ে অবৈধভাবে ক্ষমতায় থাকতে ভারতের সঙ্গে একের পর এক দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী চুক্তি করছে। এই চুক্তির মাধ্যমে তারা দেশকে সিকিম, হায়দ্রাবাদের মতো ভারতের একটি অঙ্গরাজ্য বানাতে চায়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, সরকার ভারতের সঙ্গে একেরপর এক দেশবিরোধী চুক্তি করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আওয়ামীলীগের ভীষণ ২০৪১ মানেই হলো দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com