শেখ হাসিনার ভিশন ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টিম ওয়ার্ক করলে যেকোন কঠিন কাজও সহজে করা যায়। বিদ্যুৎ বিভাগের সবার মধ্যে ভালো টিমওয়ার্ক ছিল বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিদ্যুৎ ভবনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা এবং সবার নিরলস পরিশ্রমের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ অর্জন করেছে। তাছাড়া সাম্প্রতিক বছরগুলোতে এপিএ অর্জনেও বিদ্যুৎ বিভাগ প্রথম স্থান অধিকার করেছে। এই সাফল্যের পেছনে বিদ্যুৎ বিভাগের মনিটরিং বেশ প্রশংসনীয়। এসময় তিনি জ্বালানি বিভাগের সাম্প্রতিক সাফল্যকে সন্তোষজনক বলে উল্লেখ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com