টুর্নামেন্ট ওপেনারে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র
দারুণ জয়ে কোপা আমেরিকা শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট ওপেনারে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।
টেক্সাসে ম্যাচের তৃতীয় মিনিটেই অগ্রগামিতা পায় যুক্তরাষ্ট্র। বাঁকানো শটে জাল কাঁপিয়েছেন পুলিসিক। তাতে ৬৯ ম্যাচে ৩০ গোল হয়ে গেছে তার। দক্ষিণ আমেরিকান কোনও প্রতিপক্ষের বিপক্ষে ৩৪ ম্যাচে এটি দ্রুততম গোল যুক্তরাষ্ট্রের।
শর্ট কর্নার থেকে বল পেলে পুলিসিক দৌড়ে চলে যান পেনাল্টি এরিয়ায়। সেখানে ডান পায়ের শটে জাল কাঁপান যুক্তরাষ্ট্র অধিনায়ক। ৪৪ মিনিটে আবার তার অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করেছেন ফোলারিন ব্যালোগান।
বিরতির পর যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের আধিপত্য বজায় থাকে। তাতে চাপের মুখে থেকেছে বলিভিয়া। ৫০ মিনিটে একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয়েছে।