নাশকতার মামলায় ফখরুলসহ ৩৫ নেতার জামিন
নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতাকে ৫ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন আদালত।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে শাহবাগ থানায় দায়ের করা দুই মামলায় আদালত তাদের এ মঞ্জুর করেন।
আজ রোববার সকালে মহানগর দায়রা জজ আদালতে বিচারক কে এম ইমরুল কায়েস তাদের এ জামিন আবেদন মঞ্জুর করেন।
অন্যান্য নেতারা হলেন- বিএনপি নেতা মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, শিমুল বিশ্বাসসহ অনেকে।
সকালে মির্জা ফখরুলসহ ৩৫ নেতা আদালতে আত্নসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে ৫ এপ্রিল তাদের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এর আগে এই দুই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।