ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ভয়াবহ পরিণতি হতে পারে

0

ইসরাইল যদি পুরোদমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ।

বুধবার (১৯ জুন) টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আরব নিউজের।

একই সঙ্গে সাইপ্রাস যদি ইসরাইলের জন্য আকাশ ব্যবহারের সুযোগ দেয়, তাহলে তাকেও পরিণত ভোগ করতে হবে বলে জানিয়েছেন হিজবুল্লাহর প্রধান।

নাসরুল্লাহ বলেন, ‘শত্রুদের (ইসরাইল) জানা উচিত, তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না।’

তিনি বলেন, ‘ইসরাইল ভয়ে আছে। কারণ আমাদের প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরাইলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা এ কাজে দ্বিধা করব না।’

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরাইল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com