ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্পেন ও ক্রোয়েশিয়া
এবারের ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপের প্রথম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্পেন ও ক্রোয়েশিয়া। এই ম্যাচে একাদশে সুযোগ পাওয়ার মাধ্যমে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ইউরোতে খেলার রেকর্ড গড়লেন বার্সার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল।
২০২২ বিশ্বকাপের তৃতীয় হওয়া ক্রোয়েশিয়াও শক্তিশালী একাদশ নিয়ে দল সাজিয়েছে। দলে রয়েছে অভিজ্ঞদের ছড়াছড়ি।
স্পেন একাদশ
উনাই সিমন, কার্ভাহাল, নরমান্ড, নাচো, কুকুরেলা, প্রেদ্রি, রদ্রিগো, ফাবিয়ান রুইজ, ইয়ামাল, মোরাতা, নিকো উইলিয়ামস
লিভাকোভিচ, স্টানিসিচ, পোনগ্রাসিচ, ভার্ডিওল, সুতালো, মায়ের, কোভাচিচ, ক্রামারিচ, মদ্রিচ, ব্রোজোভিচ, বুদিমির