পাকিস্তান কাশ্মীর মুক্ত না করা পর্যন্ত ভারতের সঙ্গে কোনো সিরিজ খেলবে না, বললেন ড. ফিরদাউস আশিক আভান

0

ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতি সমস্যা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা ছড়িয়ে গেছে ক্রীড়াঙ্গনও। দুই দেশের এই রাজনৈতিক যুদ্ধের কারণে ২০১২ সালের পর থেকে আইসিসির টুর্নামেন্ট ছাড়া দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দু’দল। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী সিরিজ ফেরানোর কথা বলেছিলেন। কিন্তু এবার বিপরীত কথা বললেন দেশটির এক রাজনীতিবিদ।

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্ট দেখতে মাঠে যান দেশটির তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. ফিরদাউস আশিক আভান। সেখানে সংবাদমাধ্যমে ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে কথা বলেন তিনি।

ড. ফিরদাউস আশিক আভান বলেন, ‘পাকিস্তানে যাতে আন্তর্জাতিক ক্রিকেট না ফিরতে পারে এজন্য ভারত নানা প্রোপাগান্ডা চালাচ্ছে। তারা আমাদের দেশে ক্রিকেট ফেরানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।

এ রাজনীতিবিদ দুই দেশের ক্রিকেট নিয়ে আরো বলেন, ‘ভারত যতক্ষণ কাশ্মীর মুক্ত করবে না, ততক্ষণ পাকিস্তান ভারতের সঙ্গে কোনো ক্রিকেট খেলবে না। কারণ, এটা হলে কাশ্মীরের মানুষের কাটা গায়ে নুনের ছিটা দেয়া হবে।’

এদিকে বাংলাদেশ ক্রিকেট দল এবং বোর্ডের প্রশংসা করে ফিরদাউস বলেন, ‘বিসিবি খেলোয়াড়দের পাঠিয়ে তাদের কথা রেখেছে। তারা আমাদের সমর্থন করেছে। আমরা বিশ্বের কাছে প্রমাণ করতে পেরেছি আমরা কতো শান্তিপ্রিয় দেশ।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com