আওয়ামী লীগ দুর্নীতি আর লুটপাট করে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে: টুকু
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, একটি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দুর্নীতি আর লুটপাট করে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে। এমন অবস্থা দাঁড়িয়েছে যে আজ জন্ম নেওয়া শিশুর ঘাড়ে এক লাখ টাকার ঋণের বোঝা চেপে যাবে।
বুধবার (১২ জুন) বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাষানী মিলনায়তনে জেলা যুবদল আয়োজিত কর্মীসভা ও আন্দোলন সংগ্রামে কারাবরণকারী এবং হামলার শিকার নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের এ অবস্থা হয়েছে সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে। এ সরকারের কারণেই বাংলাদেশ ঋণগ্রস্ত। এ সরকার বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে।
টুকু আরও বলেন, এ সরকারের দুঃশাসন ও নির্যাতনের শিকার সারাদেশের মানুষ। সবচেয়ে বেশি নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে জিয়াউর রহমানের পরিবার।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ডামি নির্বাচনের সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। দেশের ৯৫ ভাগ মানুষ একদিকে আর অন্যদিকে হচ্ছে দেশের লুটপাটকারী, দুর্নীতিবাজ লোকেরা, তাদের চরমভাবে পরাজয় হবে।