সাবেক মুখপাত্র নওয়াজকেই ‘গুডবাই’ বললেন

0

পাকিস্তানের সিন্ধ প্রদেশের সাবেক গভর্নর ও নওয়াজ শরীফের সাবেক মুখপাত্র মুহাম্মদ জুবায়ের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ত্যাগ করেছেন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, শিগগিরই তার রাজনৈতিক ভবিষ্যৎ রোডম্যাপ ঘোষণা করবেন। খবর সামা টিভির

সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিরা চুপ করে থাকতে পারেন না।

মুসলিম লীগ-নওয়াজের সঙ্গে যুক্ত (পিএমএল-এন) একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মুহাম্মদ জুবায়ের। বিভিন্ন সময়ে দলের অভ্যন্তরে এবং সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন তিনি।

কে এই জুবায়ের?

মুহাম্মদ জুবায়ের রাজনৈতিকভাবে সক্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন। তিনি পাকিস্তানে প্রাথমিক শিক্ষা লাভ করে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।

জুবায়ের পাকিস্তানের অন্যতম অন্যতম প্রধান রাজনৈতিক দল পিএমএল-এনে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়।

তিনি ফেডারেল সরকার কর্তৃক নিযুক্ত পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে একটি সিন্ধ এর গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার মেয়াদকালে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেন তিনি। প্রদেশের আর্থ-সামাজিক দৃশ্যপট বৃদ্ধির দিকে মনোযোগ দেন।

পিএমএল-এনের মধ্যে মুহাম্মদ জুবায়ের দলের নীতি ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে কেন হঠাৎ দল ত্যাগ করলেন তা এখনো জানা যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com