সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের

0

সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে বিশ্বকাপ টি-টোয়েন্টি প্রথম ম্যাচে হেরেই মুদ্রার উল্টোপিঠ দেখে ফেলেছেন বাবর আজমরা।

অনেকে এটিকে পাকিস্তান ক্রিকেটের সর্বনিম্ন স্থান বলেও অভিহিত করেছেন। সামনে ভারতের বিপক্ষে ম্যাচটিই এখন তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে বাঁচামরার লড়াই।

বেশ কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। অনুশীলনের ফাঁকে ফাঁকে তারা নানা কর্মকাণ্ডেও অংশ নিচ্ছে। এটা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমালোচনা হয়েছে। তেমনই এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের ৭ জুন রাতে।

তবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ায় সেই অনুষ্ঠান ভেস্তে গেছে। শুক্রবার স্থানীয় সময় রাতে পাকিস্তানি সমর্থকদের সঙ্গে এক ‘গালা ডিনারের’ আয়োজন করা হয়েছিল। এতে ২৫ ডলার এন্ট্রি ফি রাখা হয়েছিল।

সমর্থকরা ক্রিকেটারদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পাশাপাশি ছবিও তুলতে পারতেন। তবে বিপত্তি ঘটালো যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। পাকিস্তান হেরে যাওয়ায় এই গালা ডিনার বাতিল করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com