দেশে যে অনাচার চলছে আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই দেশে যে অনাচার চলছে আইয়ামে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। এই সরকারের হাতে কোনো টাকা নেই। যে বাজেট ঘোষণা করেছে, সেই বাজেটের টাকা জোগান দেওয়ার অবস্থাও নেই।
শুক্রবার বিকালে ময়মনসিংহ নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে দেশের ৯৫ ভাগ মানুষ ভোট না দিয়ে বলে দিয়েছে তারা বিরোধী দলের সঙ্গেই আছে। যতক্ষণ না সরকারের পতন ঘটবে, আমাদের আন্দোলন চলবে।