জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত পাঁচ দেশ

0

দুই বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে পাঁচ দেশ। ২০২৫ সালের প্রথম দিন থেকে দায়িত্ব পালন করবে দেশগুলো।

নতুন নির্বাচিতরা হলো– পাকিস্তান, সোমালিয়া, পানামা, ডেনমার্ক ও গ্রিস। আজ শুক্রবার এমনটা জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মঙ্গলবার নতুন সদস্য নির্বাচনে হয় ভোটাভুটি। ডেনমার্ক ১৮৪ ভোট, পানামা ১৮৩ ভোট, গ্রিস ও পাকিস্তান ১৮২ ভোট এবং সোমালিয়া পেয়েছে ১৭৯ ভোট। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে দেশগুলো ইকুয়েডর, জাপান, মাল্টা, সুইজারল্যান্ড ও মোজাম্বিকের স্থলাভিষিক্ত হবে।

নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হলো যুক্তরাজ্য, চীন, ফান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র; যাদের ভেটো ক্ষমতা রয়েছে। বাকি ১০ অস্থায়ী সদস্য ভোটাভুটিতে দুই বছরের জন্য নির্বাচিত হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com