পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে বড় জয় পেল পর্তুগাল
ইউরো মাঠে গড়ানোর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মাধ্যমে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে ইউরোপের দেশগুলো। তেমনই ম্যাচে নিয়মিতদের ছাড়াই ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। তবুও জয় পেতে কষ্ট করতে হয়নি তাদের। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে মঙ্গলবার রাতে ৪-২ গোলের জয় তুলে নেয় পর্তুগাল।
লিসবনে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় পর্তুগাল। ১৭ মিনিটে রুবেন দিয়াস এবং যোগ করা সময়ে গোল করেন দিয়েগো জোতা। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ব্রুনো ফের্নান্দেস চমৎকার এক গোল করেন। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় ফিনল্যান্ড। তবে পাঁচ মিনিটে দুই গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলে সফরকারীরা। ৭২ ও ৭৭ মিনিটে গোল করেন তেমু পুক্কি।
তবে ৮৪ মিনিটে আরও একবার জালের দেখা পান ব্রুনো। তাতে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই ম্যাচে ছিলেন না রোনালদো।