সুনামগঞ্জে খালেদা জিয়ার মুক্তির মিছিলে পুলিশের বাঁধা

0

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে।

শনিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে খালেদা জিয়ার মুক্তি দাবিতে জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কিছু দুর আগালেই আলফাত ভবনের সামনে পুলিশ বাঁধা দেয়। পরে তারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন, সহসভাপতি ওয়াকিপুর রহমান গিলমান, রেজাউল  ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকদের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান উদ্দিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, সরকার বেগম জিয়াকে আটকে রেখে গণতন্ত্রকে কারাবন্দী করেছে। সরকার খালেদা জিয়াকে ভয় পায় তার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই তাকে নানা ষড়যন্ত্রে আটকে রাখছে। শিগগিরই কঠোর আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com