রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে লুটপাটের প্রক্রিয়া থেকে দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে
দেশের ‘অর্থনীতি’কে বাঁচানোর লক্ষ্যে ব্যক্তিগত রাষ্ট্রচিন্তা থেকে তুলে ধরা হলো আংশিক কিছু নিন্মরুপঃ (ক) রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে লুটপাটের প্রক্রিয়া থেকে উদ্ধার করে দেশের অর্থনীতিকে অর্থনীতির নিয়মে চলতে দিতে হবে,। অর্থনীতি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা বিধানসমূহে রাষ্ট্রক্ষমতার ব্যবহার করে কেউ যাতে কোনো ধরণের হস্তক্ষেপ করতে না পরে সেজন্য সংবিধান, ব্যাংক কোম্পানী আইন, কোম্পানী আইন, ষ্টক অ্যাণ্ড সিকিউরিটিস সংশ্লিষ্ট আইন, কম্পট্রোলার অ্যাণ্ড অডিটর জেনারেল ফাংশনস অ্যাক্ট, অডিট অ্যাক্ট-১৮৬০, দেউলিয়া বিষয়ক আইন, রুলস অব বিজনেস সহ সংশ্লিষ্ট অপরাপর আইনের প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে,। (খ) বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী ক্ষমতার উপর অর্থমন্ত্রণালয় বা নির্বাহী বিভাগ যাতে কোনো ধরণের হস্তক্ষেপ করতে না পারে এজন্য অর্থ মন্ত্রণালয়ের ‘ব্যাংকিং অ্যাণ্ড ফাইন্যান্স ডিভিশন’ বিলুপ্ত করতে হবে,। সকল ব্যাংক ও বৃহৎ কোম্পানীর হিসাব আন্তর্জাতিক মানসম্পন্ন অডিটের আওতায় আনতে হবে,। টাকার বিনিময় মূল্য যথাসম্ভব চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারণ করতে হবে,। (গ) সরকারী ব্যাংকে এক-তৃতীয়াংশ স্বাধীন (ইন্ডিপেন্ডেন্ট) পরিচালক এবং বেসরকারী ব্যাংকে এক তৃতীয়াংশ পরিচালক আমানতকারীদের মধ্য থেকে নির্বাচিত হতে হবে,। কোনো ব্যাংকে এক পরিবার থেকে একাধিক ব্যক্তি পরিচালক হতে পারবে না এবং তিন বছরের বেশী কেউ পরিচালক থাকতে পারবে না,। ব্যাংকের দৈনন্দিন এবং ঋণ প্রদান কার্যক্রমের উপর অন্যায় হস্তক্ষেপ মুক্ত করতে ব্যাংক ঋণ ম্যানুয়েলসহ বিদ্যমান আইনের প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে,। (ঘ) রাষ্ট্রের আয় ব্যয়ের সর্বোচ্চ নিরীক্ষক হিসেবে মহা হিসাব নিরীক্ষক যাতে স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ হতে পারে সে লক্ষে সংবিধানের ১২৭-১৩২ অনুচ্ছেদের প্রয়োজনীয় সংস্কার করতে হবে,। বিদ্যমান অডিট সংশ্লিষ্ট আইনের প্রয়োজনীয় সংস্কার করে অডিটকে আর্ন্তজাতিক মান সম্পন্ন করতে হবে,। (ঙ) কোনো উন্নয়ন প্রকল্প যেন লুটপাটের আখড়া না হয়ে উঠতে পারে তা তদারকির জন্য ‘স্বাধীন নাগরিক কমিশন’ গঠন করতে হবে,। অর্থ পাচার রোধ করতে মানি লণ্ডারিং অ্যাক্টের প্রয়োজনীয় সংশোধন করতে হবে,। (চ) শিক্ষা, স্বাস্থ্য, জাতীয় নিরাপত্তা, জ্বালানী ও গণপরিবহন সেবা ছাড়া অন্য কোনো খাতে সরকার ব্যক্তিখাতের প্রতিযোগী ও প্রতিরোধী হতে পারবে না,। অর্থনীতিকে উৎপাদনবান্ধব, সুস্থ প্রতিযোগিতামূলক এবং জাতীয় ও আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগের অনুকূল করতে দল-মত-গোষ্ঠী নির্বিশেষে সকল বিনিয়োগ ও বিনিয়োগকারীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে,। দীর্ঘমেয়াদে পরিবেশের গুরুতর ক্ষতি হয় এমন কোনো বিনিয়োগ রাষ্ট্র অনুমোদন করতে পারবে না,। (ছ) ‘জাতীয় সম্পদ ব্যবহার’ ও ‘আর্ন্তজাতিক সকল চুক্তি’ সম্পাদনের ক্ষেত্রে সংসদে আলোচনা বাধ্যতামূলক করার জন্য সংবিধানের অনুচ্ছেদ ১৪৪ এবং ১৪৫ সংশোধন করতে হবে,। আন্তর্জাতিক মোট ঋণের পরিমাণ কোনো অবস্থাতেই জিডিপি-র ২৫%-এর বেশী হতে পারবে না,। (জ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে সরকারের নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত করে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে এর তথ্যের মান এবং উদ্দেশ্য সম্পর্কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো ধরণের সন্দেহ তৈরী না হয়,। (ঝ) রাজস্ব আদায়ে পরোক্ষ করের ভূমিকা কমাতে এবং প্রত্যক্ষ করের ভূমিকা বাড়াতে আয়ের অনুপাতে কর নির্ধারণের বিদ্যমান হারকে এমনভাবে পুনর্বিন্যাস করতে হবে যাতে অধিক আয় ও সম্পদশালীরা অধিকতর কর দিতে বাধ্য হয় এবং বৈষম্য হ্রাস পায়,। সর্বস্তরে কর হার হ্রাস করে কর সংগ্রহের আওতা বাড়াতে হবে এবং কর ফাঁকি রোধে এনবিআর-এর প্রয়োজনীয় সংস্কার করতে হবে,। ক্ষুদ্র্র ও মাঝারী বিনিয়োগ প্রসারে বিশেষ কর সুবিধা প্রদান করতে হবে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং বেকারত্ব হ্রাস পায়,। (ঞ) নাগরিকের শিক্ষা, স্বাস্থ্য ও প্রশিক্ষণের মান এমন করতে হবে যেন দেশে দক্ষ জনশক্তি তৈরী হয় এবং বিদেশী শ্রমিকের প্রয়োজন ন্যূনতম পর্যায়ে থাকে,। কৃষি ও কৃষিভিত্তিক শিল্প প্রসারে কৃষিতে ভর্তুকি প্রদানসহ কৃষিপণ্যের মূল্য এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে তা উৎপাদন ব্যয়ের অন্তত দেড়গুণ হয়,। (ট) বিদেশী যারাই বাংলাদেশে আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হবেন তাদের প্রত্যেকের আয়কে আয়করের আওতায় আনতে কর আইনের সংশোধন করতে হবে,। আসুন দলমত নির্বিশেষে দেশের কৃষক, শ্রমিক, সহ সকল মেহনতী মানুষদের সাথে নিয়ে, দেশের অর্থনীতির চাকা সচল রাখার উদ্যোগ নিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে, রাতের ভোটে নির্বাচিত ভোটডাকাত, ব্যাঙ্ক ডাকাত, লুটপাটকারী, দেশের অর্থনীতি ধ্বংসকারী অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি,।
সেইসাথে রাষ্ট্রের মালিক জনগণকে, একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দেয়ায় কোনো প্রকার প্রতিশ্রুতি নয়, অঙ্গীকার বদ্ধ হই,।
-ডালিয়া লাকুরিয়া