বায়ার্ন মিউনিখ জার্মানির ফুটবল ইতিহাসের সেরা ক্লাব
বায়ার্ন মিউনিখ জার্মানির ফুটবল ইতিহাসের সেরা ক্লাব। লিভারপুলকে বলা চলে তর্কসাপেক্ষে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব। শতবছরের বেশি সময় যাদের পথচলা। দুই দলের সংগ্রহে আছে ৬টি করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। আর সেই ক্লাবের সমান চ্যাম্পিয়ন্স লিগ আছে রিয়াল মাদ্রিদের ৪ তারকার! রিয়ালের খেলোয়াড় হলে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়ত এতটাই সহজ।
এর আগে ১৪বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপের রাজত্ব বুঝে পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ১৯৫৬ সালে এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে টানা পাঁচ বার ট্রফি জিতেছিল তারা। আরও একটি জয় ১৯৬৬ সালে। ষষ্ঠ ট্রফি জেতার পরে ৩২ বছর অপেক্ষা করতে হয়েছিল তাদের।
কিন্তু গত ১০ বছরে ছয়বার ইউরোপের সেরা হয়েছে তারা। যার শেষটা এসেছে রোববার ২ জুনের প্রথম প্রহরে। আর সেই এক দশকের পথচলায় নিয়মিত মুখ হয়ে ইতিহাসের পাতায় গিয়েছেন রিয়ালের চার তারকা। দানি কার্ভাহাল, নাচো ফার্নান্দেজ, টনি ক্রুস এবং লুকা মদ্রিচ বর্তমানে ইতিহাসের সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা খেলোয়াড়। খেলোয়াড় হিসেবে তারা জয় করেছেন ৬ চ্যাম্পিয়ন্স লিগ।