সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে এ সরকার এক ঘণ্টাও টিকতে পারবে না: দুদু

0

সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে এ সরকার এক ঘণ্টাও টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘লড়াই ছাড়া কোনো অর্জন হয় না। এখানে যারা আছেন সবাই রাজপথের লোক। রাজপথে ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা (বিএনপি) তো বলেই দিয়েছি, যারা এই আন্দোলনে থাকবে তারা পরবর্তীকালে সরকারে থাকবে, পার্লামেন্টে থাকবে।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘পাকিস্তান কেন ভাগ হয়েছিল? পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অথচ তাদের (ভারত) সঙ্গে থাকতে বাধ্য করা হচ্ছে। আমাদের সর্বস্ব হারানো বলতে যেটা বোঝায় স্বাধীনতা হারিয়েছি। গণতন্ত্র, অধিকার হারিয়েছি।’

শনিবার (১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, ‘সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপির যে অবস্থা, তাহলে তাদের কর্তার আরও কী অবস্থা? এরা যদি এই মাত্রার দুর্নীতিবাজ হন, তাহলে তাদের যারা নিয়োগ করেছেন তারা কোন মাত্রার দুর্নীতিবাজ। ভালো লোক ভালো লোককে নিয়ে আসে, আর খারাপ লোক আমার ধারণা খারাপ লোককে নিয়ে আসে। বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় আছে, এত খারাপ অবস্থা গত ৫২ বছরে আসেনি।’

তিনি বলেন, ‘এ সরকারকে সরাতে না পারলে আমাদের জীবদ্দশায় ভালো কিছু দেখে যেতে পারবো না। আর এটা করার জন্য তরুণদের দরকার। হিম্মতওয়ালা লোকদের দরকার। আমার মনে হয় বাংলাদেশের হিম্মতওয়ালা লোকরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই সরকারের সঙ্গে তারা থাকবেন না।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আসতে হবে। আমার ধারণা একসঙ্গে একবার নামলে এই সরকার এক ঘণ্টাও টিকে থাকতে পারবে না। তাই আসেন, যেদিন ডাক আসবে অতীতের মতো রাস্তায় নেমে যাবো। বিএনপি, খেলাফত মজলিস বা ছোট-বড় দল, এগুলো বিবেচনায় আনার দরকার নেই।’

তিনি বলেন, ‘এই সরকারের সঙ্গে কোনো আপস হবে না। নির্বাচনের মাধ্যমে এই সরকারের পতন হবে- এটা যদি কেউ মনে করে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। মানুষ সিগন্যাল দিয়ে দিয়েছে তারা নির্বাচনে ভোট দিতে যাবে না, তারা আন্দোলনে যাবে। তাই আমাদের প্রস্তুতি নিতে হবে। (আন্দোলনের) ডাক আসলেই ঝাঁপিয়ে পড়তে হবে।’

গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com