বেনজীর একা না, তার মতো মাফিয়ারা বাংলাদেশকে গিলে ফেলেছে: সাইফুল হক

0

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ঘূর্ণিঝড় রিমালের মতো আরেকটি রাজনৈতিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে৷ বিগত সময়ের তুলনায় দুর্নীতি বৃদ্ধি পেয়েছে৷ বেনজীর একা না, তার মতো মাফিয়ারা বাংলাদেশকে গিলে ফেলেছে৷

শুক্রবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সাইফুল হক বলেন, স্যাংশন খাওয়া ব্যক্তিকে কেন পুলিশ প্রধান বানাতে হলো? গোটা রাষ্ট্র আজ দুর্নীতিবাজদের আড্ডাখানায় পরিণত হয়েছে৷ সাবেক সেনা প্রধানকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে৷ যা সেনাবাহিনীর জন্য লজ্জাজনক৷ ক্ষমতার থাকার জন্য সরকার এসব কর্মকর্তাদের যা খুশি তাই করার সুযোগ করে দিয়েছে৷ এর দায়ভার সরকার এড়াতে পারে না৷ এদের সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করতে হবে৷

তিনি বলেন,অবৈধ কর্মকর্তাদের দুর্নীতির সম্পদ বাজেয়াপ্ত করলে ২০ লাখ গরিব মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব৷ সরকার বাংলাদেশকে লুটের রাজ্যে পরিণত করেছে৷

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ভোটের অধিকার ক্ষুণ্ন হওয়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ৷ রাজনৈতিক দলগুলো সমাবেশে রিকশাশ্রমিকদের ব্যবহার করে৷ কিন্তু তাদের অধিকার নিয়ে কোনো কাজ করে না।

শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার নিয়ে কোনো কাজ করে না৷ রিকশাশ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত৷ রিকশা নিয়ে রাস্তায় বের হলে পুলিশি নির্যাতন চলে৷ রিকশা গ্যারেজ পর্যন্ত নিরাপদ না৷ বাজার ব্যবস্থার কোনো নিয়ন্ত্রণ নেই৷ সবকিছু সিন্ডিকেটের দখলে৷ সরকার দেশ চালাতে পারছে না৷

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com