ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয়: বোরেল

0

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয়। শুক্রবার (২৪ মে) এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জোসেপ বোরেল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয়, বরং এর বিপরীত কিছু। হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষ না হয়েও ইসরায়েলি হামলা মোকাবিলা করছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলেছে এবং অর্থায়ন করেছে ইইউ।

বোরেল বলেন, যখনই কেউ ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন, তখনই ইহুদিবিরোধী আক্রমণের শিকার হয়েছেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com