দক্ষতা নয়, মানসিকতা বদলাতে হবে: শান্ত
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে হারটাকে অঘটন বা স্রেফ একটা খারাপ দিন হিসেবেই বিবেচনা করেছিল অনেকেই। তবে দ্বিতীয় ম্যাচেও একই দশা সফরকারীদের। আইসিসির সহযোগী এই দেশের বিপক্ষে টাইগারদের এমন হতশ্রী ব্যাটিং যেন দলের আসল চিত্রটাই সামনে আনলো।
তাইতো ম্যাচ শেষেন নিজেদের ব্যর্থতা স্বীকার করা ছাড়া আর কিছুই করার ছিল না নাজমুল হোসেন শান্তর। ৬ রানের হার নিয়ে অধিনায়ক বলেন, ‘খুবই হতাশাজনক। মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাতছাড়া করেছি।’
শেষ ২৪ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ছিল ৫ উইকেট। সাকিব আল হাসান, জাকের আলির ব্যাটাররা তখনও উইকেটে ছিলেন। সেখান থেকে ১৩ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ১২ রান, হাতে মাত্র এক উইকেট। আলি খানের করা ওভারের প্রথম ২ বলে ৫ রান নিলেও তৃতীয় বলে উইকেটের পেছনে ধরা পড়েন রিশাদ হোসেন।
ব্যাটিং ব্যর্থতা নিয়ে শান্ত বলেছেন, ‘এটা আসলে দক্ষতার ব্যাপার নয়। আমাদের মানসিকতা বদলাতে হবে। আশা করছি প্রথম দুই ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারব।’