গাজায় নির্বিচারে মানুষ হত্যা: তবুও মার্কিন কংগ্রেসে আমন্ত্রিত হচ্ছেন নেতানিয়াহু

0

গাজায় নির্বিচারে মানুষ হত্যার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারে পরোয়ানা জারির আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি)। কিন্তু তারপরও মার্কিন কংগ্রেসে আমন্ত্রিত হতে যাচ্ছেন নেতানিয়াহু।

এর আগে আইসিসির প্রসিকিউটর করিম খান গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আইসিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। এরমধ্যেই নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে আমন্ত্রণ জানানোয় বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এতে আরেকবার ইসরাইলকে পূর্ণ সমর্থনের দৃশ্যপট আঁকল মার্কিন প্রশাসন।

মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের রিপাবলিকান স্পিকার মাইক জনসন বলেছেন, এখনও আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। ডেমোক্র্যাটিক নেতা চাক শুমারের যৌথ অধিবেশনে আমন্ত্রণপত্রে স্বাক্ষরের অপেক্ষায় রয়েছেন জনসন। তবে শুমার যদি স্বাক্ষর নাও করেন নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে আমন্ত্রণ জানানো থেমে থাকবে না। এমনটিই বলেছেন কংগ্রেস নেতা জনসন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com