যুদ্ধাপরাধী ও রাজাকার আলবদরদের সঙ্গে নিয়ে জনগণকে শোষণ করেছে বিএনপি: আইনমন্ত্রী
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির শাসনামলে যুদ্ধাপরাধী ও রাজাকার আলবদরদের সঙ্গে নিয়ে জনগণকে শোষণ করেছে। তারা পাকিস্তানের দালাল হয়ে জনগণকে অত্যাচার করতো।
শুক্রবার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় একটি নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, এখন যে উন্নয়ন হচ্ছে সেটি মির্জা ফখরুলসহ বিএনপির সহ্য হচ্ছে না। সেজন্য তাদের মাথা খারাপ হয়েছে। তিনি বিএনপির সময় ঋণখেলাপির তালিকা সবচেয়ে বেশি ছিল বলেও মন্তব্য করেন।