পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুদের ফুল দিয়ে বরণ করে নিলো ঢাকা কলেজ ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ মে) সকাল ১০টায় ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল দেয় তারা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি, কলম দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবউদ্দিন ইমন বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকে। শিক্ষার্থীরা জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে। তারা ছাত্রদলকে ভালোবাসে। শিক্ষার্থীবান্ধব ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় কাজ করে আসছে। নবীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আমার ফুল, পানি এবং কলম দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি।