সমমনা জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির লিয়াজোঁ কমিটি
জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। সোমবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান।
উপস্থিত রয়েছেন- জাতীয়তাবাদী সমমনা জোটের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।