প্রেস বিজ্ঞপ্তি —
মঙ্গোলবার, ফেব্রুয়ারী ০৪, ২০২০, সন্ধ্যা ৬-৩০টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
যৌথসভায় নিন্মলিখিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়—
১। আগামী ৭ ফেব্রুয়ারী ২০২০, শুক্রবার বাদ জুম’আ ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও আশু সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।
২। আগামী ৮ ফেব্রুয়ারী ২০২০, শনিবার বেলা ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন একই দাবিতে সারাদেশে জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উপরোক্ত কর্মসূচিগুলো যথাযথভাবে পালন ও সাফল্যমন্ডিত করতে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অনুরোধ করা হলো।
(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।