চলমান দাবদাহে ফরিদপুরে কৃষকদলের উদ্যোগে পানি-স্যালাইন বিতরণ
চলমান দাবদাহে ফরিদপুরে সাধারণ পথচারী ও দিনমজুরদের মাঝে বিশুদ্ধ খাবার পানি-স্যালাইন বিতরণ করেছে জাতীয়তাবাদী কৃষকদল।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে শহরের ব্যস্ততম কোর্ট চত্বর এলাকায় প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করে সংগঠনটির নেতারা।
মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওহিদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, মহানগর কৃষকদলের সহ-সভাপতি রাজ্জাক আহমেদ রাজু ও আনোয়ারুল ইসলাম রকি, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. রাকিস, দপ্তর সম্পাদক আবু সাইদ, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।