শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেফতার
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে হাতকড়া ছেড়ে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি বাবু ফকিরকে আবার গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব। এর আগে ভোর ৪টার দিকে ঢাকার টিকাটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাবু ফকির সদর উপজেলার পূর্ব কোটাপাড়া এলাকার মিয়াচাঁন ফকিরের ছেলে। তিনি নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মাইজপাড়া এলাকার সিএনজি চালক মোহাম্মদ আলী মাদবর হত্যা মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, বাবু ফকির নামের ওই যুবক সিএনজি চালক মোহাম্মদ আলী মাদবর হত্যা মামলার আসামি। শনিবার বিকেল ৪টার দিকে বাবু ফকির ও আরেক আসামি মুন্নি বেগমকে আদালতে নেওয়া হয়। এ সময় এজলাস কক্ষের বাইরে বেঞ্চে হাতকড়া পরা অবস্থায় পুলিশি পাহারায় বসেছিলেন বাবু ফকির। এরইমধ্য তিনি সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ তাকে ধরতে অভিযানে নামে। শনিবার দিনগত রাত ৪টার দিকে ঢাকার টিকাটুলি থেকে তাকে ফের গ্রেফতার করে পুলিশ।