উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালে নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে।
গতকাল শনিবার (২৭ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘উপজেলা নির্বাচন বর্জন বিষয়ে দলের নীতিনির্ধারণী কমিটি ও জাতীয় স্থায়ী কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে। এটি সারাদেশের নেতাকর্মীদের সেন্টিমেন্ট। তিন মাস আগে একটি ডামি নির্বাচন করেছে এ সরকার। এ নির্বাচনেও দেশের জনগণ ভোট দিতে যাবে না, এমনকি বিএনপির কোনো নেতাকর্মী যাবে না।
মেহেরপুর জেলায় বিএনপি নেত্রী রুমানা মাহমুদ (উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী) নির্বাচন থেকে সরে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন বলে জানান বিএনপির এই মুখপাত্র।