জাতীয় পার্টি গৃহপালিত বিরোধীদল হলেও অনেকের আপত্তি নেই: জিএম কাদের

0

আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। একই সঙ্গে জাতীয় পার্টি গৃহপালিত বিরোধীদল হলেও অনেকের আপত্তি নেই বলে মন্তব্য করেন তিনি।

গতকাল শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির বর্ধিত সভার প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘একদলীয় শাসন মানে একজন সুপ্রিম লিডার থাকবেন। তিনি সবকিছুতেই জবাবদিহির ঊর্ধ্বে। তিনি ভোট করলে করতে পারেন, না করলে করবেন না। যারা নির্বাচিত হবেন তারা ওনার অনুমতি নিয়ে নির্বাচিত হবেন। নির্বাচিতরা প্রথম আনুগত্য করবেন সুপ্রিম লিডারের আর দ্বিতীয় আনুগত্য থাকবে জনগণের কাছে। আর যদি নির্বাচনে কারচুপি হয় তাহলে প্রথম ও দ্বিতীয় আনুগত্য থাকবে শুধু সুপ্রিম লিডারের প্রতিই। আমরা গৃহপালিত বিরোধীদল হলে তাদের আপত্তি নেই।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা গেলেও যা হয়েছে, না গেলেও তাই হতো। আমরা না গেলেও নির্বাচন হতো, জাতীয় পার্টি হয়তো যেতো। সরকারের এমন প্রস্তুতি ছিল। নির্বাচন গ্রহণযোগ্য না হলেও বর্তমান অবস্থা এমনই হতো।’

বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে বলেও মনে করেন জিএম কাদের। তিনি বলেন, ‘আমি তাদের দোষ দিচ্ছি না। দেশের স্বার্থে তারা কাজ করছে, কিন্তু তারা সফল হয়নি। তাদের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তারা বলছে, আমি একটা বিশাল নেতা, আমি নির্বাচনে না গেলে নাকি দেশের ভবিষ্যতই চেঞ্জ হয়ে যেতো। আমি নিজেকে এত বড় নেতা মনে করি না। আমি নির্বাচনে যেতাম আর না যেতাম দেশ এভাবেই চলতো। এমন পরিস্থিতিই থাকতো।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com