পানি ও স্যালাইন নিয়ে তীব্র গরমে কষ্টে থাকা শ্রমিকদের পাশে স্বেচ্ছাসেবক দল
তীব্র গরমে কষ্টে থাকা রাজধানীর গরিব ও শ্রমিক মানুষসহ সাধারণ মানুষের হাতে সুপেয় খাবার পানির বোতল বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চলমান তীব্র তা প্রবাহে অতিষ্ঠ নগরীর মানুষের মধ্যে মুগদা বিশ্বরোড আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, সহসভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহীউদ্দিন মহী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, ওয়াহিদ আলম চৌধুরী সজীব, সানোয়ার হোসেনসহ মুগদা থানা স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতৃবৃন্দ।