কোহলি-রোহিতকে টি-টোয়েন্টি ছাড়তে পরামর্শ যুবরাজের

0

আইসিসির মেগা টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র ৩৪ দিন বাকি। এজন্য দল ঘোষণারও বেশি সময় বাকি নেই। আগামী ১ মে আইসিসিতে স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। যদিও ২৫ মে পর্যন্ত তাতে পরিবর্তনের সুযোগ থাকছে। ফলে এখন থেকে উপযুক্ত স্কোয়াড গড়া নিয়ে তোড়জোড় চালাচ্ছে প্রতিযোগী দেশগুলো। সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিং–ও নিজের পছন্দের দল দিয়েছেন। একইসঙ্গে পরামর্শ দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মাকে।

এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত, এমনটাই দেশটির গণমাধ্যমের খবর। যদিও টি-টোয়েন্টিতে কোহলির সাম্প্রতিক স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা রয়েছে। যুবরাজ অবশ্য দুজনকেই দেখছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে আসর শেষ হতেই দুজনকে টি-টোয়েন্টি ছাড়তে বললেন যুবরাজ। তার মতে, কোহলি-রোহিত সরে গিয়ে তরুণ ক্রিকেটারদের আরও সুযোগ দেওয়া উচিৎ।

আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসবে। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার জন্য যুবরাজকে শুভেচ্ছাদূত বানিয়েছে আইসিসি। এরপরই বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক এই ভারতীয় হার্ডহিটার। সেখানে যুবরাজ বলেন, ‘যখন তোমার বয়স বাড়তে থাকে, তখন ভালো দিকগুলো সকলে ভুলে যায়। বিরাট ও রোহিত ভারতের অসাধারণ ক্রিকেটার, তাই যখন ইচ্ছে বিদায় নিতে পারে। আমি টি-২০ ফরম্যাটে আরও তরুণ ক্রিকেটারদের দেখতে চাই, যাতে ওদের ওপর থেকে চাপ কমে। এই বিশ্বকাপ শেষে আমি আরও উঠতি প্রতিভাবান ক্রিকেটারদের ভারতের টি-২০ দলে দেখতে চাই।’

এ তো গেল আন্তর্জাতিক টি-টোয়েন্টির কথা, ওয়ানডে এবং টেস্টে কোহলি-রোহিতদের খেলা নিয়ে আপত্তি নেই যুবরাজের। সে দুটি ফরম্যাট নিয়ে অবশ্য সেভাবে না বললেও, হয়তো টেস্ট বা একদিনের ফরম্যাটে এখনই কোহলিদের বিদায় চান না তিনি। প্রচ্ছন্নভাবে যেন তাদের ওয়ানডে-টেস্টে খেলার পক্ষেই বললেন যুবরাজ, ‘অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য ৫০ ওভার এবং টেস্টের পর টি-টোয়েন্টিতেও খেলা বেশি চাপ হয়ে যায়। সে কারণেই আমি তরুণদের সংক্ষিপ্ত ফরম্যাটটিতে বেশি দেখতে চাই।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com