ইরানে মার্কিন গুপ্তচরের মৃত্যুদণ্ড

0

মার্কিন সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিকে (সিআইএ) তেহরানের পরমাণু তথ্য পাচারের চেষ্টা করায় ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। 
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্রটির পরমাণু কর্মসূচি নিয়ে তথ্য পাচারের চেষ্টা করায় তাকে এই শাস্তি দেয়া হয়েছে।
তেহরানের বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেন, আমির রহিমপুর নামের ওই ব্যক্তি মার্কিন গোয়েন্দাদের কাছে ইরানের পরমাণু কর্মসূচির বর্তমান অবস্থা নিয়ে তথ্য পাচারের চেষ্টা করেছিলেন। তিনি মুলত মার্কিন গুপ্তচর। তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়েছে।
ইরানের এই কর্মকর্তা বলেন, সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের শাস্তি বহাল রেখেছেন। শিগগিরই তা কার্যকর করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com