করোনা ভাইরাস ঠেকাতে বণ্যপ্রাণীর বাজারে অভিযান চালাবে চীন সরকার
চিনের হুবেই প্রদেশে করোনাভাইরা ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ে প্রবল আতঙ্ক বিরাজ করছে বিশ্বজুড়ে। এরই মধ্যে করোনা ভাইরাস মোকাবিলায় ঘাটতির কথা স্বীকার করে নিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। সরকারে থাকা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো করোনাভাইরাসের উৎপত্তিস্থলের বণ্যপ্রাণীর বাজারে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। বিবিসি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এই বার্তা দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। ভাইরাস ঠেকাতে গাফিলতির কারণে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের শাস্তি দেয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে।
চীনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানাচ্ছে করোনাভাইরাস মোকাবিলায় অবহেলা ও ঘাটতি মেটাতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। রিপোর্টে বলা হয়েছে,অবৈধ বণ্যপ্রাণীর ব্যবসা রুখতে সরকার কড়া ভূমিকা নিতে যাচ্ছে। পাশাপাশি করোনা ভাইরাস ছড়িয়েছে হুবেই প্রদেশের উহান শহরের একটি বণ্যপ্রাণীর বাজার থেকে, এমন তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। গবেষকদের ধারণা বাদুড় থেকে ছড়িয়েছে এই ভাইরাস।