আমাদের তো দশটা মোস্তাফিজ নেই, এটাও চিন্তা করতে হবে: সুজন

0

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, মোস্তাফিজের এখন আইপিএল থেকে শেখার কিছু নেই। বরং আইপিএলের বোলাররাই তার কাছ থেকে শিখবে।

মোস্তাফিজকে ফিরিয়ে আনা প্রসঙ্গে বিসিবি পরিচালকের এমন মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলানোর চেয়ে আইপিএলে মোস্তাফিজকে খেলতে দিলেই উপকার বেশি হতো। জালালের মন্তব্যকে তারা ভালোভাবে নেননি।

তবে বিসিবির আরেক পরিচালক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন মনে করছেন, জালাল ইউনুসের মন্তব্য নিয়ে এভাবে সমালোচনা করার কিছু নেই। যেভাবে ছড়াচ্ছে, উনি এভাবে কথাটা বলেননি।

আজ প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে আবাহনীর ১০ উইকেটের জয়ের পর গণমাধ্যমের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বলেন সুজন। সেখানেই চলে আসে মোস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে আনা এবং জালাল ইউনুসের মন্তব্যের প্রসঙ্গ।

সুজন বলেন, ‘দেশ তো সবার আগে। সবসময়ই বলি এটা। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দের কিছু নেই। তবে পরিস্থিতি কী চায়, উনারা (জালাল ইউনুস, আকরাম খান) কীভাবে চিন্তা করেছেন… আমি এখন জাতীয় দলের সেটআপে নেই বলতে গেলে। অপারেশন্সের ভাইস-চেয়ারম্যান থাকলেও, আমি সেভাবে মিটিংগুলোয় যাচ্ছি না আবাহনীর খেলার কারণে। আমি জানিই না আসলে। তো আমি এ ব্যাপারে কিছু বলব না। নিশ্চিতভাবেই জালাল ভাই একটা চিন্তা থেকেই মন্তব্যটা করেছেন। আমি মনে করি, চেয়ারম্যান হিসেবে উনি ক্রিকেট অপারেশন্সের অভিভাবক। উনি যেটা বলেছেন, আমাকে সেটাই মানতে হবে যে, উনার কথাই ঠিক। এটাই আমার ধরে নিয়ে যেতে হবে।’

আইপিএলে কি সত্যিই কিছু শেখার নেই? সুজনের জবাব, ‘শেখার সবখানেই আছে। প্রিমিয়ার লিগেও শেখার আছে। আজকের একটা সিনারিও শেখার হতে পারে। সেটা নিয়ে সংশয় নেই। হয়তোবা উনি এটা সেভাবে বোঝাননি। উনি বলেছেন, মোস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে। আর সে তো এখন আর তানজিম সাকিবের মতো না। ও এখন মোস্তাফিজ। মোস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেটে। হয়তোবা জালাল ভাই ওই এঙ্গেল থেকেই বলেছেন যে, মোস্তাফিজের অভিজ্ঞতা যেটা আছে, ভারতের তরুণ পেসাররা ওর থেকে কাটার বা এরকম জিনিস শিখতে পারে। উনি কথাটা এটাই বলেছেন। এটাকে অন্য কিছু মিন করা ঠিক হবে না।’

সুজন যোগ করেন, ‘দিন শেষে আমি মনে করি, দেশ সবার আগে। এটা মাথায় রাখতে হবে। মোস্তাফিজ যদি আইপিএল খেলতে পারত, আমিও খুশি হতাম। দেশের খেলা না থাকলে হয়তো সমস্যা হতো না। অনেকে হয়তো বলবে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আইপিএল খেলছে। কিন্তু আমাদের তো দশটা মোস্তাফিজ নেই। এটাও চিন্তা করতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com