বরিশালে নারীকে যৌনকর্মে বাধ্য করায় আবাসিক হোটেলের তিনজনের কারাদণ্ড

0

বরিশালে চাকরির প্রলোভনে আবাসিক হোটেলে আটক রেখে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর মামলায় তিনজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

এছাড়াও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল হোসেন এই রায় দেন।

দণ্ডিতরা হলো-নগরীর আবাসিক হোটেল স্বাগতমের ম্যানেজার মো. কালাম ওরফে কালু, কর্মচারী শাহিন আকন ও খলিলুর রহমান।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

বেঞ্চ সহকারী মো. তুহিন মোল্লা জানান, ২০২০ সালের ৬ অগাস্ট কোতয়ালি মডেল থানার এসআই মো. রুম্মান হোসেন গোপন সংবাদের ভিত্তিতে হোটেল স্বাগতমে অভিযান চালায়। এ সময় হোটেল কক্ষে অবরুদ্ধ এক নারীকে উদ্ধার করা হয়।

ওই নারী জানিয়েছে চাকরির প্রলোভনে তাকে এনে হোটেলে অবরুদ্ধ করে। পরে জোরপূর্বক পতিতাবৃতিতে বাধ্য করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com