টাঙ্গাইলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০
টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মধুপুর বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাবেক মন্ত্রী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। এর জেরে কয়েক দফা সংঘর্ষ ও হামলা মামলার ঘটনা ঘটেছে আগে। এরই ধারাবাহিকতায় আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উভয়পক্ষের মুখোমুখি অবস্থান প্রকাশ্য রূপ নিয়েছে। দুপক্ষের শক্ত অবস্থানে যে কোনো সময় হামলা-পাল্টা হামলা থেকে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটার শঙ্কা রয়েছে।