খালেদা জিয়ার নাইকো মামলায় পরবর্তী সাক্ষ্য ১৪ মে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
এদিন জব্দ তালিকার সাক্ষী আব্দুল বাকী ও চুক্তির সময় খসড়া তালিকার সদস্য এ কে এম আনোয়ার সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা আনোয়ারের জেরা শেষ করলেও সাক্ষী বাকীর জেরা শেষ হয়নি। তার অবশিষ্ট জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন আদালত।
খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য জিয়া উদ্দিন জিয়া এ তথ্য জানান।