সিলেটের ফেঞ্চুগঞ্জে সালিশ বৈঠকে ভায়রার ছুরিকাঘাতে খুন হলেন আরেক ভায়রা
সিলেটের ফেঞ্চুগঞ্জে সালিশ বৈঠকে ভায়রার ছুরিকাঘাতে খুন হলেন মনাই মিয়া (৩৫) নামে এক রিকশা চালক খুন হয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।
তিন ছেলে ও ৩ কন্যা সন্তানের জনক মনাই মিয়া উপজেলার পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের মৃত বোরকান আলীর ছেলে। খুনের ঘটনায় অভিযুক্ত কালাম মিয়া নিহতের ভায়রা ভাই।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে পূর্ব যুধিষ্ঠিপুর থেকে আব্দুল সামাদকে বাঘমারা গ্রামে রিকশা চালিয়ে নিয়ে আসেন মনাই মিয়া। সেখানে আব্দুল সামাদ ও তার সহোদর সাইদুল হকের এক সালিশ বৈঠক ছিল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাঘমারা গ্রামের মকবুল মিয়া, তার ছেলে কালাম মিয়া ও বেলাই মিয়া।
মনাই মিয়ার ছোট শালিকাকে বিয়ে করেছিলেন কালাম মিয়া। বিয়ের এক বছর পর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। স্থানীয়দের ধারনা এই ঘটনা থেকেই মনাই মিয়ার ওপর ক্ষোভ ছিল ভায়রা কালাম মিয়ার।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ওই বৈঠকের বাইরে মনাই মিয়াকে একা পেয়ে, কালাম, বেলাই হামলা চালায়। একপর্যায়ে মনাই মিয়ার পেটে ছুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে রাত সোয়া ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় মনাই মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে উপস্থিত স্থানীয়রা বলেন, মৃত্যুর আগে মনাই মিয়া কালাম, বেলাই ও মকবুলদের নাম বলে গেছেন।