মুকুল রায় দিলিপের মতো বদ্ধপাগল হয়ে গেছেন বললেন, জ্যোতিপ্রিয় মল্লিক

0

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ১৭০ টা আসনে জয় লাভ করবে বলে দাবি করায় সোমবার রাজ্যের খাদ্যমন্ত্রী বিজেপি নেতা মুকুল রায় সম্পর্কে ওই মন্তব্য করেন। এর আগে ‘সিএএ’ এর সমর্থনে মুকুল রায় পশ্চিমবঙ্গের বনগাঁ জেলায় এক সভায় রাজ্যে বিজেপির নিশ্চিত ওই সম্ভাবনার কথা বলেন।

এ সম্পর্কে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া ব্যক্ত করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘মুকুল রায়কে আগে রাজনীতিতে অভিজ্ঞ বলে জানতাম কিন্তু এখন উন্মাদের মত কথা বলছেন। দিলীপ যেমন বলছেন গুলি করে দেব মাথায়, বুকে, পেটে, পায়ের তলায়, মুকুলের এই কথাবার্তায় মনে হচ্ছে মুকুল পাগল হয়ে গিয়েছেন। মুকুল নিজেই বুঝতে পারবেন বিজেপি জোড়া সংখ্যায় পৌঁছবে না। বাংলায় বিজেপিকে এক-দুই-তিনের মধ্যে আটকে থাকতে হবে।’

সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বাবু বলেন, ‘বাংলার মানুষ সিএএ, এনপিআর, এনআরসি চাচ্ছে না। বাংলার মানুষ বলছে নতুন কোনও ফর্দ, নতুন কোনও কাগজ আমাদের পকেটে চাই না। আমরা যেভাবে ছিলাম সেইভাবেই আছি, সেইভাবেই থাকব। বাংলায় বিজেপির কোনও সম্ভাবনা নেই বলেও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com