লাইসেন্স দেওয়ার মাধ্যমে চাঁদাবাজি ও কার্ড ব্যবসা বন্ধের দাবি রিকশাচালকদের
রিকশার লাইসেন্স দেওয়ার মাধ্যমে চাঁদাবাজি ও কার্ড ব্যবসা বন্ধের দাবি জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, কার্ড ব্যবসার নামে রিকশাচালকদের কাছ থেকে সরকারের ছত্রছায়ায় চলছে অবৈধ চাঁদাবাজি। কিছুদিন আগে অবৈধ কার্ড ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্দোলন করায় রিকশাচালকদের ওপর সন্ত্রাসীদের দিয়ে হামলা ও প্রশাসনের মদদে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে হয়রানি করা হয়। অথচ সরকার আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সও দিচ্ছে না। তাই কার্ড ব্যবসা ও চাঁদাবাজি বন্ধ করে রিকশার লাইসেন্স দেওয়ার দাবি জানাই।
তারা আরও বলেন, গরিব মানুষের পকেটে টাকা নেই, বাজার পরিস্থিতি চরম খারাপ অবস্থায় পৌঁছেছে, বাসায় খাবার নেই। অভাব-অনটনে জীবন পার করতে হচ্ছে। অন্যদিকে ধনীরা আরও ধনী হচ্ছে। সরকার সচেতনভাবে এ দুষ্টু চক্রকে লালন-পালন করছে।