অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

0

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হয়েছে শেষ হয়েছে বাংলাদেশের। যেখানে নিগার সুলতানা জ্যোতির দল সিরিজের সবকটি ম্যাচই একপেশে অবস্থান নিয়ে হেরেছে। সবশেষ (বুধবার) সিরিজের শেষ ওয়ানডেতে ৮ উইকেটে হেরে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে টাইগ্রেসরা। এমন পারফরম্যান্সে নিজেও হতবাক হয়েছেন অধিনায়ক জ্যোতি। একইসঙ্গে সামর্থ্যের দশ ভাগও খেলতে পারেননি বলে তিনি স্বীকার করেছেন।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘১০ শতাংশও না (দিতে পারিনি)। আমি নিজেও টোটালি সারপ্রাইজড। কারণ গত ৬ মাসে যেভাবে ক্রিকেট খেলেছি, এটা একেবারেই তেমন না। পুরো দলই ব্যর্থ হয়েছে। দুয়েকটা দিকে ভুল হলে তবুও মেনে নেওয়া যায়। কিন্তু পুরো দল ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। মনে হচ্ছে যে ব্যাকফুটে রাখছে, ফলে সামর্থ্যের ১০ ভাগও খেলতে পারিনি।’

তবে প্রস্তুতিতে কোনো সমস্যা ছিল না বলে জানান জ্যোতি, ‘প্রস্তুতি অনেক ভালো নিয়েছি। যদি অনুশীলনে এক ধরনের মেন্টালিটি নিয়ে করেন, এসে অ্যাপ্লাই করেন আরেকভাবে, তখন কঠিন হয়ে যায়। কোচ বা অধিনায়ক হিসেবে বলেন, যখন দেখি খেলোয়াড়রা আত্মবিশ্বাসী, প্রস্তুতি ম্যাচে রান করছে, অনুশীলনে নিখুঁত ব্যাটিং করছে, এরপর যখন ভিন্নভাবে খেলছে—তখন আর কিছু করার থাকে না আমাদেরও। প্রস্তুতিতে সমস্যা ছিল বলে মনে হয় না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com