মশা নিধনে দক্ষিণ সিটির চিরুনি অভিযান শুরু: তাপস
গত বছর যেসব এলাকায় দশজনের বেশি ডেঙ্গুরোগী পাওয়া গেছে সেসব এলাকায় চিরুনি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২৭ মার্চ) সকালে ৬৯ নম্বরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তাপস।
এডিস মশার প্রকোপ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র শেখ তাপস বলেন, ‘গতবার যেসব এলাকায় দশজনের বেশি ডেঙ্গুরোগী পাওয়া গেছে সেসব এলাকায় আমরা চিরুনি অভিযান পরিচালনা করেছি। সচেতনতা বাড়ানোর জন্য আমরা থানা, আবাসন, প্রাথমিক-উচ্চ ও মহাবিদ্যালয়ে যৌথভাবে অভিযান করেছি। এর মাধ্যমে সচেতনতা যেমন বেড়েছে তেমনি জনগণের সম্পৃক্ততাও বেড়েছে।