রোনালদোর ফেরার দিনে পর্তুগালের হার

0

ইউরোতে খেলতে যাওয়ার আগে বড় ধাক্কাই খেয়েছে পর্তুগাল। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে স্লোভেনিয়ার মতো দুর্বল প্রতিপক্ষের কাছে ২-০ গোলে হেরে বসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোদের দল। পর্তুগালে আসার পর এই প্রথম ম্যাচ হারের তিক্ত স্বাদ পেলেন কোচ রবার্টো মার্তিনেজ। এর আগে টানা ১১ ম্যাচে জয় পেয়েছিলো পর্তুগাল।

দুঃস্বপ্নের এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরেছিলেন রোনালদো। গত বৃহ্স্পতিবার সু্ইডেনের বিপক্ষে তাকে বিশ্রাম দিয়েছিলেন কোচ মার্তিনেজ। ওই ম্যাচে রোনালদোকে ছাড়াই ৫-২ গোলে জিতেছিল পর্তুগিজরা।

কিন্তু মঙ্গলবার রাতে লুবজানায় মাঠে ফিরে এমন হার দেখতে হবে তা কল্পনাও হয়তো করেননি রোনালদো। তবে এই ম্যাচে দলে ছিলেন না পর্তুগালের বড় দুই তারকা ও মাস্টারমাইন্ড ব্রুনো ফার্নান্দেজ আর বার্নাডো সিলভা। যে কারণে রোনালদো মাঠে সুবিধা করতে পারেন নি।

স্লোভেনিয়ার হয়ে এদিন গোল করেন অ্যাডাম নিজডা (৭২ মিনিটে) ও তিমি ম্যাক্স ইজনিক (৮০ মিনিটে)।

এর আগে ১০ ম্যাচের সবগুলোতেই দুর্দান্ত জয় নিয়ে ইউরোতে কোয়ালিফাই করেছে পর্তুগাল। ইউরোতে খেলার আগে আর তিনটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে পর্তুগাল। ম্যাচগুলো হবে ফিনল্যান্ড, আয়ারল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।

একই রাতে অপর দুই ম্যাচে জয় পেয়েছে জার্মানি ও ফ্রান্স। নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। আর চিলিকে ৩-২ গোলে হারিয়েছে ফ্রান্স।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com