ঈদে রেলযাত্রীদের কোনো ভোগান্তি হবে না: রেলমন্ত্রী

0

রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, এবার ঈদুল ফিতরে ট্রেনে চলাচলকারী যাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হবে না। আশাকরি ঈদে যাত্রীরা নির্বিঘ্নেই ট্রেনে যাতায়াত করতে পারবেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ী শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সাধারণ মানুষ ট্রেনে যাতায়াত করতে গিয়ে একটা টিকিট ৫০০ টাকার পরিবর্তে, যদি ৭০০ টাকা দেন তাহলে সেটি কালোবাজারি। কালোবাজারিদের ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এরইমধ্যে বেশ কয়েকজন কালোবাজারি এবং এই সিন্ডিকেটের কয়েকজন নেতা ধরা পড়েছে। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের।

যাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কালোবাজারিদের কাছ থেকে আপনারা কোনো টিকিট কিনবেন না। কালোবাজারিরা দেশটাকে ধ্বংস করতে চায়, রেলকে ধ্বংস করতে চায়। তারা নিশ্চই অন্য কারোর সহযোগিতা নিয়ে রেলকে ক্ষতিগ্রস্ত করতে চায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com