বাংলাদেশের আরও উন্নতি করতে হবে: শান্ত

0

যতটা একপেশে ম্যাচ হওয়া সম্ভব, সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টে তা-ই দেখা গেল। ৩২৮ রানে হেরে সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে এখনো অনেক জায়গায় উন্নতি করতে হবে।

হারের ব্যবধানটাই বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ কতটা মুখ থুবড়ে পড়েছে। দুই ইনিংসের শুরুর চিত্রটা একই। প্রথম ইনিংসে ৩১ রানে হারায় ৩ উইকেট। প্রথম ইনিংসের সর্বোচ্চ রানসংগ্রাহক তাইজুল ইসলাম করেন ৪৭ রান। দ্বিতীয় ইনিংসেও ৩৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্ত দুই ইনিংসেই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। জাকির হাসান, মাহমুদুল হাসান জয়—টপ অর্ডার ব্যাটারদের কেউই কোনো ইনিংসে পারেননি ২০ পেরোতে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্তর মুখেও ঝরেছে ব্যাটিং নিয়ে হতাশার বাণী। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের নতুন বলের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে অনেক কাজ রয়েছে। শক্তিশালী হয়ে ফিরতে আমাদের পরিকল্পনা করে এগোচ্ছি।’

টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা ৫৭ রানেই হারায় ৫ উইকেট। খালেদ একাই নেন ৩ উইকেট। তবে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস ২০২ রানের জুটি গড়লেই লঙ্কানদের ইনিংস ২৫০ ছাড়ায়। দ্বিতীয় ইনিংসেও তাঁরা দুজন সেঞ্চুরি করেন ও ২০০ এর কাছাকাছি জুটি গড়েন। ধনাঞ্জয়া-কামিন্দুর প্রশংসা করে শান্ত বলেন, ‘ডিডিএস (ধনাঞ্জয়া ডি সিলভা) ও কামিন্দু যেভাবে ব্যাটিং করেছে, কৃতিত্ব তাদের দিতেই হবে। যেভাবে শুরু করেছিলাম, আমাদের পেসারদের নিয়ে গর্বিত। উইকেট ভালো ছিল।’

৫১১ রান তাড়া করতে নেমে ৩৭ রানেই বাংলাদেশ হারায় ৫ উইকেট। সেখান থেকে স্বাগতিকেরা অলআউট হয়েছে ১৮২ রানে। ধ্বংসতূপে দাঁড়িয়ে একাই লড়ে যাওয়া মুমিনুল হক ১৪৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। লঙ্কানদের বিপক্ষে টেস্টে রানসংগ্রাহকের তালিকায় মুমিনুল পেছনে ফেলেন তামিম ইকবালকে। মুমিনুলের থেকে এমন ব্যাটিংয়ের আশা করছিলেন শান্ত, ‘তিনি (মুমিনুল) অসাধারণ ইনিংস খেলেন। তিনি তাঁর অভিজ্ঞতা দেখিয়েছেন। এমন ব্যাটিংই তাঁর থেকে আশা করছিলাম। আশা করি, তিনি সেটা চালিয়ে যেতে পারবেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com